লগ ইন
 

Logo

Logo

দিশারী প্রতিবন্ধী সংস্থা (DPS) সম্পর্কে

দিশারী প্রতিবন্ধী সংস্থা(DPS) প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগীতার জন্য ১৯৯৪ সালের জুলাই মাসে ১নং চেহেলগাজী ও ২নং সুন্দরবন ইউনিয়নের কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি একত্রিত হয়ে একটি সংগঠন করার পরিকল্পনা করে।পরিকল্পনার ফলস্রুতি হিসেবে দৃষ্টিহীণ পুনর্বাসন সংস্থা (DPS) নামে ১৯৯৪ ইং সালের জুলাই মাসের শেষের দিকে দিনাজপুর পৌরসভার রাজবাটি এলাকায় প্রথম  আত্মপ্রকাশ করে। সংগঠনের ভিত্তি মজবুত করার জন্য একটি পরিচালনা কমিটি গঠণ করা হয়।যা ১৯৯৬ ইং সালে সাজসেবা অধিদপ্তরে স্বেচ্ছাসেবী সংগঠণ হিসেবে নিবন্ধন পায়।পরবর্তীতে ২০১০ ইং সালে সকল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে গিয়ে চাহিদার প্রেক্ষিতে গঠনন্ত্র পরিবর্তন করে দিশারী প্রতিবন্ধী সংস্থা (DPS) নামে আত্মপ্রক্শ করে। সংষ।সংস্থাটি বর্তমানে সকল শ্রেনির প্রতিবন্ধীদের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছে। দিশারী প্রতিবন্ধী সংস্থা (DPS) মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা।