লগ ইন
 

Logo

Logo

কাঞ্চন সমিতি সম্পর্কে

ইতিহাস 

কাঞ্চন সমিতি একটি স্বেচ্ছাসেবী ও সামজ উন্নয়নমূলক পতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অত্র এলাকার তথা দেশের সার্বিক উন্নয়ন কল্পে কয়েকজন সমাজসেবী নিয়ে ১৯৮১ইং সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।

 স্বপ্ন (ভিশন) 

দেশের সার্বিক দারিদ্য বিমোচন এবং সুস্থ-সবল জাতি গঠন।

 কর্মকান্ড (মিশন) 

কাঞ্চন সমিতি একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক প্রতিষ্ঠান যা সুবিধাভোগীদের জন্য স্বাস্থ্য সেবা, শিক্ষা কার্যক্রম, এবং স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতা  বৃদ্ধি বিষয়ক সেবা দিয়ে আসছে। উন্নয়ন সহযোগী  সংস্থাগুলির সহযোগীতায় অধিকাংশ কার্যক্রম পরিচালিত  হচেছ তবে শিক্ষা কার্যক্রমটি সংস্থার নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, জয়পুরহাট, ঠাকুরগাঁ, হরিপুর, পীরগঞ্জ,  বিরামপুর, হাকিমপুর, বিরল, পার্বতীপুর, ভূারুঙ্গামারী, রৌমারী, রাজারহাট এবং রাজিবপুরে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি জনস্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে সুবিধাভোগীদের দারিদ্র বিমোচনের অঙ্গীকারে কাজ করছে।

আইনগত স্বীকৃতিঃ 

কাঞ্চন সমিতি তার আইনগত বৈধতার জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে রেজিষ্ট্রেশন লাভ করে। যথাঃ

কর্তৃপক্ষ

রেজিস্ট্রেশন / লাইসেন্স নং

সমাজসেবা অধিদপ্তর

১৯৫/১৯৮৫

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

০৩/১৯৮২

এনজিও বিষয়ক ব্যুরো

৪৯৩/১৯৯১

ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিস-ঢাকা

প্রাইভেট ক্লিনিক হিসেবে লাইসেন্স প্রাপ্ত যার নম্বর-৯৮০/২০১৫

এনজিও বিষয়ক ব্যুরো সর্বশেষ নবায়নেরন তারিখ ০৬ মার্চ ২০১২