লগ ইন
 

Logo

Logo

সি ডি এ সম্পর্কে

দেশের উত্তর পশ্চিমাঞ্চলের গরিব নিরক্ষর মানুষের চরম দারিদ্র্য ও দূর্যোগপূর্ণ অবস্থা থেকে উত্তরণ, মানুষের এই অবস্থা থেকে মুক্তি, অধিকার আদায়ে সহযোগীতা করা বিশেষতঃ ন্যায মজুরীর অধিকার,খাসজমিতে ভুমিহীন মানুষের প্রবেশাধিকার,অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ, বিলুপ্তপ্রায় সমাজ ও সংস্কৃতির বিকাশ এবং একটি কাঙ্খিত পরিবেশ গড়ার লক্ষ্যে ১৯৮৬ সালের ৪ঠা জুন বৃহত্তর দিনাজপুর জেলার একদল স্বেচ্ছাসেবী, ত্যাগী মনোভাব সম্পন্ন সমাজকর্মীর মাধ্যমে এই কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) নামক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান বা অবস্থাটি প্রতিষ্ঠা লাভ করে। অবস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও নিবেদিতপ্রাণ কর্মীগণ এই অঞ্চলের প্রেক্ষাপট বিশ্লেষণ করে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাস-বতার আলোকে গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় প্রথমতঃ মানুষের উন্নয়ন ও পরিবেশ উন্নয়নে মনোনিবেশ করে। সঃস্থা বিশ্বাস করে, মানুষের উন্নয়ন হলে মানুষ তার কাঙ্খিত উন্নয়ন বা পরিবর্তন ঘটাতে পারবে, সব কিছুর পরিবর্তন করতে পারবে। গ্রামীণ সুবিধা বঞ্চিত নিপিড়িত দরিদ্র জনগোষ্ঠির মানুষকে সংগঠন নির্মান প্রক্রিয়ায় নিয়ে আসার লক্ষ্যে পাড়া ভিত্তিক সমিতি বা দল গঠন, প্রশিক্ষন প্রদান, নেতৃত্ব তৈরি ও বিকাশ, সঞ্চয়ের মাধ্যমে তহবিল গঠন ও ব্যবহার, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও আয় মূলক প্রকল্প গ্রহণ, মূজুরী আন্দোলনে বিশেষ করে নারী শ্রমিকদের সমান মূজুরী, বৃক্ষ রোপন ও বনায়ণ কর্মসূচি’র মাধ্যমে পরিবেশ- প্রতিবেশগত উন্নয়ন এবং দূর্যোগ প্রতিরোধ ও দূর্যোগে আক্রান- মানুষের সেবা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে। সাংগঠনিকভাবে দরিদ্র মানুষকে উন্নয়নের মুল চালিকা শক্তি হিসাবে তৈরি করার জন্য সিডিএ শুরু থেকেই সহায়কের ভুমিকা পালন করে আসছে ।