Al-Falah Aam Unnayan Sangstha (AFAUS) সম্পর্কে
আল-ফালাহ্ আম উন্নয়ন সংস্থা (আফাআউস) ১৯৮৯ সনে প্রতিষ্ঠিত হয়ে এ যাবত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে কাজ করে আসছে। এই ২৯ বছরে বিভিন্ন সহযোগী সংস্থার সহযোগীতায় অত্র সংস্থার কার্যক্রমের ব্যাপক সম্প্রসারন ঘটেছে এবং সহযোগী সংস্থা সমূহের আর্থিক ও কারিগরী সহযোগীতা, সাধারণ পর্ষদ ও নির্বাহী পর্ষদের সম্মানিত সদস্যগণের আন্তরিক সহযোগীতা, সংস্থায় কর্মরত প্রতিভাবান, দক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও দক্ষতার মাধ্যমে সংস্থা অত্যন্ত সফলভাবে তার বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করে আসছে। আমাদের সংস্থার দক্ষতাসম্পন্ন কর্মকর্তাগণের দিক নির্দেশনামূলক পরামর্শ, চিহ্নিত সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা, কর্মী বাহিনীকে সাপ্তাহিক মিটিং এর মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার ফলে মাঠ পর্যায়ে কর্মকর্তা ও (কর্মী) ডেভেলপমেন্ট অফিসারগণের নিরলস পরিশ্রম এর মাধ্যমে কর্মসুচী চলমান রয়েছে। কর্মসুচীসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা, অসুবিধা, ঘাত- প্রতিঘাত ইত্যাদির প্রতিনিয়তই আমরা মুখোমুখি হয়েছি এবং দক্ষতা, অভিজ্ঞতা, নিষ্ঠার সাথে কাজ করে ইনশা’আল্লাহ্ সফল হয়ে আসছি। আগামীতেও আল্লাহ্র অশেষ রহমতে সকল ক্ষেত্রেই আমরা সফল হবো ইনশা’আল্লাহ্। আপনারা জানেন সংস্থার অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হলে তথা সংস্থার আত নির্ভরশীলতা বৃদ্ধির ক্ষেত্রে ঋণ কর্মসুচীর পাশাপাশি IDCOL এর সহযোগিতায় সৌর বিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম বৃদ্ধি করা হচ্ছে। PKSF এর সহযোগী সংস্থার মধ্যে বর্তমানে সংস্থাকে একটি ভাল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য PKSF এর পরামর্শ/নির্দেশ মোতাবেক “স্বচ্ছ হিসাব ও তথ্য- ব্যবস্থাপনার” লক্ষ্যে সকল হিসাব ও তথ্য কম্পিউটারাইজ করণের নিমিত্ত্বে সফ্টওয়্যার ব্যবহার করা হয়েছে, যা ১৬টি শাখায় বাস্তবায়ন করা হচ্ছে, আগামী অর্থ বছর ২০১৮-১৯ অর্থ বছর হতে আরো চারটি নতুন শাখা চালু হতে যাচ্ছে।
-----------------------------------ভিশন (ভবিষ্যৎ স্বপ্ন)----------------------------------
আমরা চাই, বাংলাদেশের উত্তরাঞ্চলের দরিদ্র ও অধিকার বঞ্চিত মানুষের প্রতিষ্ঠিত অধিকার ও উন্নত জীবন।
---------------------------------মিশন (বিশেষ কার্যক্রম)--------------------------------
আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা (আফাআউস) চায় বাংলাদেশের উত্তরাঞ্চলের দরিদ্র ও অধিকার বঞ্চিত মানুষের আর্থিক ও কারিগরী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন করা।
----------------------------------------লক্ষ্য-----------------------------------------
বাংলাদেশের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।
------------------------------------উদ্দেশ্যসমূহ -------------------------------------
- গ্রামীণ ও শহুরে দরিদ্র মানুষের সমন্বয়ে দল গঠন করা, যাতে তাদের সচেতনতা, সামাজিক কৃষ্টি ও মূল্যবোধের পরিবৃদ্ধি ঘটে এবং উন্নত জীবন যাত্রা অর্জনে অনুপ্রাণিত হয়।
- দেশের অসহায় ও বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা।
- সচেতনতা বৃদ্ধি ও উপযুক্ত সহায়তার মাধ্যমে নারী-পুরুষ সমতা আনয়ন এবং উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করা।
- মানবাধিকার ও আইনের শাসন উন্নয়নের মাধ্যমে সকল বৈষম্য, অসামাজিক কার্যকলাপ, দূর্র্নীতি, সন্ত্রাস, অত্যাচার ও নিপীড়ন প্রতিরোধ করা।
- দারিদ্র বিমোচন, সম্পদ সৃষ্টি ও প্রায়োগিক ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরাপত্তার উন্নয়ন সাধন করে সামাজিক সমতা ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে উৎসাহ প্রদান করা।
- অসহায় ও এতিমদের পুর্ণবাসন করা এবং তাদের আইন সহায়তা প্রদান করা।
- যথাযথ তথ্য সরবরাহের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে জনগোষ্ঠীকে সচেতন করা।
- জনস্বাস্থ্য, চিকিৎসা, পুষ্টি এবং পরিবার পরিকল্পনা কার্যে সহায়তা করা।
- কৃষি, বনায়ন, মৎস্য এবং পোল্ট্র্রি শিল্পের বিকাশ ঘটানো।
- ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ করা।
- উন্নয়ন সহযোগীদের জন্য সম্ভাব্য দেশী/বিদেশী প্রশিক্ষণের সহায়তা দেয়া যাতে তারা উন্নয়ন কর্মসূচীতে আরও কার্যকরী অবদান রাখতে পারেন।
- লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীকে দলীয় পদ্ধতিতে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং তার উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা।
- ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে দারিদ্রতার হার হ্রাস করা।
- সংস্থার ভিশন ও মিশনকে লক্ষ্য করে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে উদ্যোগ নেয়া।
---------------------------------দারিদ্র দূরীকরণ কৌশল----------------------------------
আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা (আফাআউস) বর্তমানে নিম্নলিখিত সেবা ও পরিসেবা প্রদান করে সংস্থার সুবিধাভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করার মাধ্যমে দারিদ্র দূরীকরণের প্রয়াস অব্যাহত রেখেছে।
ক) আর্থিক সেবা তথা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিসেবা
খ) সামাজিক সেবাধর্মী কার্যক্রম