লগ ইন
 

Logo

Logo

ব্র্যাক সম্পর্কে

আজ থেকে চার দশক আগে ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্রাকারে ত্রাণ ও পূনর্বাসন প্রকল্পের মাধ্যমে ব্র্যাকের সূচনা ঘটে। ব্র্যাক প্রতিষ্ঠার কিছুদিন পরই আমরা উপলব্ধি করি, কেবল ত্রান ও পূনর্বাসন দিয়ে আমাদের দেশের দারিদ্র্যের অন্তর্নিহিত সমস্যাগুলোর সমাধান করা যাবে না। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি কর্মকৌশল যা দারিদ্র্যের বহুমূখি কারণকে সনাক্ত করবে। পরবর্তীকালে উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘ পদক্ষেপ ফেলে বাংলাদেশ অনেকটা পথ অতিক্রম করেছে। আমরা আমাদের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ১০ টি দেশে কর্মসূচি পরিচালনা করছি। সকল ক্ষেত্রে ব্র্যাকের মূল রুপকল্প ও লক্ষ্য একই রয়ে গেছে : জনগনের ক্ষমতায়ন এবং দারিদ্র্য, অশিক্ষা, ব্যাধি ও সামাজিক অবিচারমুক্ত সমাজ গঠন। বিশ্ব এখন বহুবিধ জটিল চ্যালেঞ্জের মোকাবেলা করছে। উন্নয়নশীল জাতিগুলোর জন্য যে শক্তি ও সম্ভাবনার যথাযথ ব্যবহার আমরা করতে পারি নি তা হচ্ছে নারীশক্তি।জেন্ডারসাম্য অর্জন শুধু যে আমার জীবনের সবচেয়ে বড় অসমাপ্ত কাজ তা-ই নয়, আমাদের সমসাময়িক কালও এ কাজটি সম্পন্ন করতে সমর্থ হয় নি। ব্র্যাকের চল্লিশ বছর উদযাপন উপলক্ষে আমরা এই মর্মে আমাদের অঙ্গীকার পূনব্যক্ত করছি, যে জনগোষ্ঠী আজও সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির বাইরে অবস্থান করছে, আমরা তাদেরকে আমাদের কর্মকান্ডের আওতায় নিয়ে আসব। স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন

It has been four decades since BRAC,s inception in February of 1972 as a smallrelief and rehabilitation project in a remote corner of Bangladesh. Soon after BRAC was founded, we realised that relief and rehabilitation alone would not solve the entrenched problem of poverty in our country. For that, we would need a long term approach that addresses the many causes of poverty.

Bangladesh has made tremendous strides since then, and our experience has led us to 10 other countries. BRAC,s original vision and mission remain the same: to empower people and communities in situations over poverty, illiteracy, disease and social injustice.

The world now faces numberous and complex challenges. Women remain the greatest source of untapped potential for developing nations, and I strongly believe that achiveving gender equality remains the greatest unfinished task not only of own life's works, but of our time. As BRAC celebrates its 40th anniversary, we reaffirm our promise to bring into the fold those who remain excluded from social and economic progress.
                                                                                                                                                                 Sir Fazle Hasan Abed
                                                                                                                                                       Founder and  chairperson

আজ থেকে চার দশক আগে ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্রাকারে ত্রাণ ও পূনর্বাসন প্রকল্পের মাধ্যমে ব্র্যাকের সূচনা ঘটে। ব্র্যাক প্রতিষ্ঠার কিছুদিন পরই আমরা উপলব্ধি করি, কেবল ত্রান ও পূনর্বাসন দিয়ে আমাদের দেশের দারিদ্র্যের অন্তর্নিহিত সমস্যাগুলোর সমাধান করা যাবে না। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি কর্মকৌশল যা দারিদ্র্যের বহুমূখি কারণকে সনাক্ত করবে।

পরবর্তীকালে উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘ পদক্ষেপ ফেলে বাংলাদেশ অনেকটা পথ অতিক্রম করেছে। আমরা আমাদের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ১০ টি দেশে কর্মসূচি পরিচালনা করছি। সকল ক্ষেত্রে ব্র্যাকের মূল রুপকল্প ও লক্ষ্য একই রয়ে গেছে : জনগনের ক্ষমতায়ন এবং দারিদ্র্য, অশিক্ষা, ব্যাধি ও সামাজিক অবিচারমুক্ত সমাজ গঠন।

বিশ্ব এখন বহুবিধ জটিল চ্যালেঞ্জের মোকাবেলা করছে। উন্নয়নশীল জাতিগুলোর জন্য যে শক্তি ও সম্ভাবনার যথাযথ ব্যবহার আমরা করতে পারি নি তা হচ্ছে নারীশক্তি।জেন্ডারসাম্য অর্জন শুধু যে আমার জীবনের সবচেয়ে বড় অসমাপ্ত কাজ তা-ই নয়, আমাদের সমসাময়িক কালও এ কাজটি সম্পন্ন করতে সমর্থ হয় নি। ব্র্যাকের চল্লিশ বছর উদযাপন উপলক্ষে আমরা এই মর্মে আমাদের অঙ্গীকার পূনব্যক্ত করছি, যে জনগোষ্ঠী আজও সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির বাইরে অবস্থান করছে, আমরা তাদেরকে আমাদের কর্মকান্ডের আওতায় নিয়ে আসব।

  •                                                                        স্যার ফজলে হাসান আবেদ
  •                                                                                                                                                         প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন

 

# OUR VISION

A World free from all forms of exploitation and discrimination where every one has the opportunity to realise teir potential.

#  OUR MISSION

Our mission is to empower people and communities in situations of poverty, illiteracy, disease and social injustice. Our interventions aim to achieve large scale, positive changes through economic and social programmes that enable women and men to realize their potential.

#  OUR VALUES
Innovation, Integrity, Inclusiveness, Effectiveness.

# আমাদের রুপকল্প

এমন একটি পৃথিবী যেখানে কোন প্রকার শোষণ ও বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগথাকবে।

# আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য, অশিক্ষা, ব্যাধি এবং সামাজিকঅবিচার দূরীভূত করে দরিদ্র মানুষ এবং জনগোষ্ঠীর ক্ষমতায়নের পথকে প্রশস্ত করা । সংগঠনের বিভিন্ন উদ্যোগের বিস্তার ঘটিয়ে অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা এবং সমাজের সকল নারী ও পুরুষকে তাদের সম্ভাবনা ও সামর্থ্য বিকাশে সক্ষম করে তোলাও আমাদের লক্ষ্য ।

# আমাদের মূল্যবোধসমূহ

সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাব, সততা ও নিষ্ঠা, সার্বজনীনতা, কার্যকারিতা 

# With over 100,000 emplyees reaching an estimated 126 million people, BRAC is the world's largest nongovernmental organisation.

BRAC is a development success story, spreading antipoverty solutions born in Bangladesh to 10 other developing countries in Asia, Africa and the Caribbean, making it a global leader in providing opportunities for the world's poor. Originally the Bangladesh Rehabilitation Assistance Committes and later the Bangladesh Rural Advancement Committee, it is now formally known simply as BRAC.

With a holistic approach that uses a wide array of tools including microdinance, education, healthcare, legal services and more, BRAC invests in communities' own human and material resources, catalysing lasting change and creating an ecosystem in world's top development and humanitarian relief organisations, BRAC is one of the few based in the global South.

# WHERE WE WORK -  ESTIMATED REACH

  •  Bangladesh                   113 mllion
  •  Afghanistan                4.72 million
  • Uganda                         3.9 million
  • Tanzania                       1.56 million
  • Pakistan                       .97 million
  • Sierra Leone                  792,000
  • South Sudan               .915  million
  •  Libera                       .57 million
  •  Sri Lanka                     .56 million
  •   Haiti                          40,165
  •   Philippines     12,340 learners (per-School & elementary)

      # WHAT WE DO                                                         

  • Agriculture and Food Security
  • Targeting the Ultra Poor
  • Community Empowerment
  • Disaster, Environment & ClimatenChange
  • Education
  • Gender Justice and Diversity
  • Health
  • Human Rights & Legal Aid Services
  • Microfinance
  • Water, Sanitation and Hygine
  • Empowerment and Livelihood for Adolescents
  • Social Enterprises and Investments

 

# লক্ষাধিক কর্মী কর্তৃক প্রায় তের কোটি মানুষের কাছে সেবা পৌছে দেওয়ার মাধ্যমে ব্র্যাক আজ বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে।

উন্নয়নক্ষেত্রে ব্র্যাক সাফল্যের একটি উপাখ্যান। বাংলাদেশে দারিদ্র্য বিমোচন কর্মকান্ডের সূচনা ঘটিয়ে ব্র্যাক নিজেকে এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১০ টি উন্নয়নশীল দেশে বিস্তৃত করেছে। বিশ্বব্যাপী দরিদ্র জনগোষ্টীর জন্য জীবনমান উন্নয়নে বিভিন্ন সুযোগ সৃষ্টি করে সংস্থাটি বৈশ্বিক পরিমন্ডলে নেতৃত্ব প্রদান করেছে। ব্র্যাক কয়েকটি শব্দের প্রথম অক্ষর মিলিয়ে কোন সংক্ষেপণ নয়, বরং বিশ্বব্যাপী তার কর্মকান্ডের ব্যাপক বিস্তারকে সার্বজনীন রুপ দেওয়ার জন্য আক্ষরিক বিশ্লেষন বাদ দিয়ে ‘ব্র্যাক’ এথন একটি অভিধা হিসাবে ব্যবহৃত হচ্ছে।

ব্র্যাকের সামগ্রিক কর্মকৌশলে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইন সহায়তাসহ নানাবিধ কর্মকান্ডকে সমন্বিত করা হয়েছে। সেইসঙ্গে ব্র্যাক জনগোষ্ঠীর নিজস্ব বস্তুগত ও মানবিক সম্পদ ব্যবহার করে স্থায়ী পরিবর্তনসাধন এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তোলে, যেখানে দরিদ্র জনগোষ্ঠী নিজেরাই তাদের জীবনধারার নিয়ন্ত্রণে সক্ষম হয়ে ওঠে। ব্র্যাক বিশ্বের শীর্ষস্থানীয় উন্নয়ন ও মানবিক সাহায্য সংস্থাসমূহের মধ্যে দক্ষিন গোলার্ধভিত্তিক অল্প কয়েকাট সংস্থার অন্যতম।

 # যেসব দেশে আমরা কাজ করি  - সেবার আওতাভুক্ত জনসংখ্যা

  •  বাংলাদেশ                            ১১৩ মিলিয়ন
  • আফগানিস্থান                         ৪.৭২ মিলিয়ন
  •  উগান্ডা                                ৩.৯ মিলিয়ন
  • তাঞ্জানিয়া                            ১.৫৬ মিলিয়ন
  • পাকিস্থান                              ০.৯৭ মিলিয়ন
  • সিয়েরা লিয়ন                          ৭৯২,০০০
  • দক্ষিন সুদান                         ০.৯১৫ মিলিয়ন
  •  লাইবেরিয়া                            ০.৫৭ মিলিয়ন
  •  শ্রীলংকা                              ০.৫৬ মিলিয়ন
  • হাইতি                                   ৪০,১৬৫
  • ফিলিপাইন   ১২,৩৪০ শিক্ষার্থী (প্রাক প্রাথমিক ও প্রাথমিক)

 

# আমরা কী করি                                                      

  • কৃষি ও খাদ্য নিরাপত্তা
  • অতিদরিদ্র কর্মসূচি
  • সামাজিক ক্ষমতায়ন
  • দুর্যোগ, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন
  • শিক্ষা
  • মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি
  • মাইক্রোফিনান্স
  • ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ)
  • কিশোর-কিশোরীদের জন্য উপার্জনমূলক কর্মকান্ড ও তাদের ক্ষ,তায়ন
  • সোশ্যাল এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট
  • নিরাপদ অভিবাসন কর্মসূচি
  • সমন্বিত উন্নয়ন কর্মসূচি