লগ ইন
 

Logo

ব্র্যাক এর তথ্য সমূহ

নারীদের তথ্যসেবায় ‘মায়া আপা’ অ্যাপ, ব্র্যাকের মায়া আপা অ্যাপের যাত্রা শুরু আজ

ব্র্যাকের মায়া আপা অ্যাপের যাত্রা শুরু

আজ যুগান্তর রিপোর্ট প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলাদেশের নারীদের বিভিন্ন তথ্যসেবা দিতে প্রথমবারের মতো চালু হল এক অভিনব মোবাইল অ্যাপ। আজ (মঙ্গলবার) বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই যাত্রা শুরু করবে মায়া আপা অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে যে কেউ এই অ্যাপটি বিনামূল্যে নামাতে পারবে। ব্র্যাকের অংশীদারিত্ব এবং সহযোগিতায় মায়া ডট কম ডট বিডি (www.maya.com.bd) নারীদের পরামর্শসহায়তা দিতে নিয়ে এলো এই অ্যাপটি।  ব্র্যাক সূত্র জানিয়েছেন, বাংলাদেশের অসাধারণ উদ্যমী একদল নারী উদ্যোক্তা, কম্পিউটার প্রকৌশলী, ডাক্তার এবং আইনজীবী মিলে দেশের সব বয়সী নারীর জন্য তৈরি করেছেন এই মোবাইল অ্যাপ্লিকেশন। মায়া আপা নারীদের (অথবা যে কারও) বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইবার এমন একটি ব্যবস্থা, যেখানে যে কেউ নিজের নাম-পরিচয় গোপন রেখেই তার প্রশ্নটি করতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা এর প্রয়োজনীয় জবাব দেবেন। এখানে প্রশ্ন করতে শুধু একটি ই-মেইল ঠিকানাই যথেষ্ট। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের গোপনীয়তা বজায় রাখতে পারবেন। ডাক্তার, আইনজীবী ও মনোসামাজিক পরামর্শকদের সমন্বয়ে গড়া একটি দল এই মোবাইল অ্যাপটির মাধ্যমে প্রতিদিন নানা ধরনের প্রশ্নের উত্তর দেবেন। তারা বাংলা ভাষার প্রশ্নের উত্তর বাংলায় এবং ইংরেজি ভাষার প্রশ্নের উত্তর ইংরেজিতেই দেবেন।অ্যাপটির বিষয়ে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা বলেন, এই অ্যাপ্লিকেশনটি শুধু যে তথ্য ও সেবার জগতে সারাদেশের নারীদের প্রবেশ নিশ্চিত করবে তাই নয়, সহযোগিতামূলক একটি সমাজ গড়তে জাতীয় ঐকমত্য তৈরিতেও সাহায্য করবে। সারা পৃথিবীতে যে ডিজিটাল বিপ্লব ঘটছে, মায়া ডট কম ডট বিডি তার সঙ্গে বাংলাদেশের সব নারীকে সংযুক্ত করতে চায়। তারই একটি পদক্ষেপ হিসেবে আজ থেকে যাত্রা শুরু করবে মায়া আপা অ্যাপ।