লগ ইন
 

Logo

Logo

মেরী স্টোপস ক্লিনিক সম্পর্কে

লক্ষ্য:
বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪ ও ৫ (এমজিডি) এর সাথে সংগতি রেখে মাতৃ ও নবজাতকের মৃত্যুহার হ্রাসকল্পে অবদান রাখা।

উদ্দেশ্য:
বাংলাদেশের নির্বাচিত শহরাঞ্চলে উন্নতমানের মাতৃ ও নবজাতকের স্বাস্থসেবা সহজলভ্য ও বৃদ্ধি করা।

বিশেষ বৈশিষ্টঃ

  • ব্রাক, এনএইচএসডিপি এবং স্থানীয় সরকারের সাথে অংশীদারীত্ব
  • দরিদ্র জনগোষ্ঠী টার্গেট করে সেবা প্রদান করা
  • দোরগোরায় সেবা পৌছে দেওয়া
  • কমিউনিটি অংশগ্রহণ ও অংশীদারীত্ব


প্রকল্প সার-সংক্ষেপ:

  • সময়কালঃ ৫৯ মাস (জুলাই ১, ২০১৩ - ৩০ মে, ২০১৮)
  • বাজেটঃ জিবিপি (ব্রিটিশ পাউন্ড) ১৫,৪৯২,১৫৫
  • লক্ষ্যঃ বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪ ও ৫ (এমজিডি) এর সাথে সংগতি রেখে মাতৃ ও নবজাতকের মৃত্যুহার হ্রাসকল্পে অবদান রাখা।
  • অবস্থানঃ ১২ আরবান/ পেরি আরবান এলাকা
  • ক্লিনিকঃ ১২ টি মাতৃ ও শিশু স্বাস্থ রেফারাল সেন্টার (এমসিএইচআরসি) এবং ৩৬ টি মাতৃ ও শিশু স্বাস্থ পোস্ট (এমসিএইচপি)
  • মোট জনসংখ্যা কভারেজঃ ৪.২ মিলিয়ন
  • আনুমানিক সুবিধাভোগীঃ ২,৪০০,১২০


প্রকল্পের উদ্দেশ্য এবং আউটপুটঃ

উদ্দেশ্য একঃ
একটি বিস্তৃত সার্ভিস ডেলিভারী নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং পরিচালনা করা।

আউটপুট:

  • নির্বাচিত জেলাসমূহে ১ টি মাতৃ ও শিশু স্বাস্থ্য রেফারাল সেন্টার প্রতিষ্ঠা করা এবং কার্যক্রম শুরু করা।
  • নির্বাচিত জেলাসমূহে ৩ টি মাতৃ ও শিশু স্বাস্থ্য পোষ্ট প্রতিষ্ঠা করা এবং কার্যক্রম শুরু করা।
  • প্রতিটি মাতৃ ও শিশু স্বাস্থ্য পোষ্ট এর মাধ্যমে প্রতি মাসে ৪৮ টি স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করা এবং সেবা প্রদান করা।
  • প্রতিটি মাতৃ ও শিশু স্বাস্থ্য পোষ্টে একটি করে আইইউডি রোভিং টিম প্রতিষ্ঠা করা এবং সেবা প্রদান করা।
  • বিসিসি কার্যক্রম চালু করা এবং নির্বাচিত জেলাসমূহে কার্যকরভাবে পরিচালনা করা।


উদ্দেশ্য দুইঃ
আর্থিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আরবান এলাকায় বসবাসকারী দরিদ্রদের উল্লেখিত সেবাগুলিতে সহজে প্রবেশাধিকার নিশ্চিত করা।

আউটপুটঃ

  • সার্ভিস ডেলিভারি মডেলের বিভিন্ন স্তরে সাশ্রয়ী মূল্য নির্ধারণ এবং ভর্তুকি ব্যবস্থা প্রবর্তন করা।
  • সুযোগ কার্ড প্রবর্তনের মাধ্যমে চাহিদা অনুযায়ী সেবার ব্যবস্থা করা এবং প্রস্তাবিত জেলায় তা কার্যকর করা।


উদ্দেশ্য তিন:
বহুমুখী সার্ভিস ডেলিভারী মডেল কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত সহযোগিতার উন্নয়ন করা এবং প্রস্তাবিত শহর অঞ্চলে প্রকল্পের কাজের জন্য সহায়ক পরিবেশ তৈরী করা।

আউটপুটঃ

  • ব্রাক মানসি, এসএসএফপি ক্লিনিক নেটওয়ার্ক এবং গভঃ স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে রেফারাল লিঙকেজ তৈরী করা এবং কার্যকর করা।
  • মহিলা সমন্নিত কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরী করা এবং সেটা কার্যকর করা।
  • মাইক্রো ক্রেডিট এনজিওকে প্রকল্প কার্যকমে অন্তভুক্ত করা এবং তাদের সাহায্যে প্রকল্পের টার্গেট গ্রুপের মধ্যে প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য পৌছে দেওয়া
  • স্থানীয়ভাবে নির্বাচিত মহিলা প্রতিনিধি এবং স্কুল/কলেজ শিক্ষকদের প্রকল্পের কার্যকমে অন্তভুক্ত করা এবং তাদের সাহায্যে প্রকল্পের টার্গেট গ্রুপের মধ্যে প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য পৌছে দেওয়া
  • সমাজের প্রভাবশালী ব্যক্তি , নির্বাচিত ও অর্নিবাচিত লিডারদের প্রকল্প কার্যকমে অন্তভুক্ত করা এবং তাদেরকে প্রকল্পের টার্গেট গ্রুপের মধ্যে প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য পৌছে প্রচারে অনুপ্রানিত করা 
  • হেলথ এসিসটেন্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার এসিসটেন্ট, এনজিও মাঠ কর্মী, স্কিল বার্থ এটেনডেন্ট,/ট্রেডিশনাল বার্থ এটেনডেন্টদের পরিবার পরিকল্পনা সংক্রান্ত তথ্য প্রচার এবং নিরাপদ প্রসবের জন্য রেফার করতে অনুপ্রানিত করা।
  • ইউএনডিপি এবং এলজিইডি এর অর্থায়নে পরিচালিত ইউপিপিআর এর সাথে ডিএফআইডির একটি রেফারাল লিংক প্রতিষ্ঠা করা