লগ ইন
 

Logo

এন ডি এফ এর তথ্য সমূহ

অন্যান্য সংস্থার সহিত এনডিএফ এর পার্থক্য:

অন্যান্য সংস্থার সহিত এনডিএফ এর পার্থক্য:   
এনডিএফ এর প্রতিষ্ঠা হয়েছিল জনগণের সামাজিক উন্নয়ন বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্টি এবং সুবিধা বঞ্চিত  আদিবাসী জনগোষ্ঠির উন্নয়নের জন্য। এটির জন্ম হয়েছিল  আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রয়োজনকে সামনে রেখে। তারপর এনডিএফ আদিবাসী জনগোষ্ঠির জন্য কাজ শুরু করে এবং সুবিধা বঞ্চিত অন্যান্য কমিউনিটিকে সাথে নিয়ে। সংস্থাটি অদিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত এবং আদিবাসীদের দ্বারাই পরিচালিত।

নেটওয়ার্কিং
এনডিএফ বর্তমানে নিম্নলিখিত নেটওয়ার্ক এর সদস্য।

ন্যাশন্যাল কোয়ালিশন ফর ইনডিজিনিয়াস পিপলস ( এনসিআইপি)।
বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরাম ( বিআইপিএফ)।
গণসাক্ষরতা অভিযান ।(সিএএমপিই), ঢাকা।
এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রির্ফমস এবং উন্নয়ন ( এএলআরডি),ঢাকা।
ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ(এফএনবি)।
কো-অর্ডিনেশন অব এনজিওস ফর আদিবাসী ( সিএনএ)।
ইউনিটি ফর এনজিওস, দিনাজপুর।

এনডিএফ এর মানব সম্পদ
কোর ষ্টাফ ৫জন, প্রজেক্ট ষ্টাফ ৬২ জন। ( মহিলা ৮জন এবং পুরুষ ৫৯ জন)