লগ ইন
 

Logo

এন ডি এফ এর তথ্য সমূহ

নিবন্ধন

ক) দি ভলানটারী সোসাল ওয়েলফেয়ার এজেন্সীজ অর্ডিন্যান্স ১৯৬১, রেজি. নং রাজশা-৩৩৯ অব ১৯৮৬, তারিখ: ২৯.০৮.১৯৮৯, সংশোধিত তারিখ: ২৩.০৬.২০১৩

খ) দি ফরেন ডোনেশনস রেজিষ্ট্রেশন অর্ডিন্যান্স নং ৪৬,১৯৭৮ রেজি, নং ডিএসএস/এফডিও/আর-৩২৯, তারিখ: ২২.১১.১৯৮৯,নবায়ন তারিখ: ১৯.০৮.২০১৩

গ) মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি, ক্ষুদ্রঋণ কার্য্যক্রম পরিচালনার সাময়িক অনুমতি পত্র, সূত্র নং-৫৩.০১.০০০০.০১০.০১.০০১.২০১৪-৫৫৮ (১৯), তারিখ: ০১.০৯.২০১৪,জমার নাম্বার-0170

এনডিএফ এর মূল বৈশিষ্ট্য:
অধিকার  ও  সুবিধা বঞ্চিত মানুষদের অগ্রাধিকার দেওয়া।
জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের সহিত বৈষম্যহীন ভাবে কাজ করতে প্রতিশ্রূতিবদ্ধ।
সততা এবং স্বচ্ছতা।
জনগনই হচ্ছে সকল প্রকার উন্নয়নের মূল উৎস।
মানবিক মর্যাদা ও ন্যায্যতা।
ভালবাসা ও শান্তি প্রতিষ্ঠা।

কাজের উল্লেখযোগ্য ক্ষেত্র সমূহ:
ক) আত্ম- সহায়ক দল ও জনসংগঠন তৈরী।
খ) এসজিও, এটিএসও এবং সিবিওস গঠন ও শক্তিশালী করা।
গ) দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
ঘ) শিক্ষা ও স্বাস্থ্য ।
ঙ) জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার সহজীকরণ।
চ) মানবাধিকার।
ছ) সামাজিক ন্যায়বিচার, এ্যাডভোকেসি এবং নেটওয়ার্কিং।
জ) খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানি এবং সেনিটেশন।
ঝ) আদিবাসীদের সাংস্কৃতিক উন্নয়ন।
ঞ) দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা।

যাদের সহিত এনডিএফ কাজ করে:
এনডিএফ বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর, গাইবান্ধা এবং রংপুর জেলাতে হত দরিদ্র, প্রান্তিকচাষী বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠির মধ্যে কাজ করছে। এনডিএফ এর কৌশল হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, কৃষি, আত্মকর্মসংস্থান এবং আদিবাসীদের সাংস্কৃতিক উন্নয়ন বিষয় গুলিকে সম্পৃর্ক্ত করণের মাধ্যমে সমন্বিত উন্নয়ন পদক্ষেপ গ্রহন।

কর্ম এলাকা:
বর্তমানে এনডিএফ রংপুর বিভাগের ৩টি জেলার ( দিনাজপুর, গাইবান্ধা এবং রংপুর)  ১৩টি উপজেলার ৬৭টি ইউনিয়নে কাজ করছে।  এনডিএফ বাস্তবায়ন করছে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং-আইসিসিবি। এনডিএফ এর নিজেস্ব প্রজেক্ট প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ ( হোম সোলার প্রজেক্ট) এবং ক্ষুদ্রঋণ কার্য্যক্রম উল্লেখিত উপজেলার ৩৫৬টি গ্রামে।