লগ ইন
 

Logo

এন ডি এফ এর প্রকল্প সমূহ

ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং-আইসিসিবি

ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং-আইসিসিবি। দলগঠন, জনসংগঠন তৈরী, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সিবিওস, এসজিওস এবং এটিএসওস কে শক্তিশালী করা। সমমনা সিবিওস দের সাথে নেটওয়ার্ক তৈরী করা ।

NDF হোম সোলার প্রজেক্ট

এনডিএফ উদ্যোগ নিয়েছে গ্রামীন জনগনের মধ্যে সচেতনতা তৈরী,একত্রীকরণ এবং প্রশিড়্গণের মাধ্যমে   প্রাকৃতিক এবং স্থানীয়  সম্পদ ব্যবহার করে  উপকৃত হবে । এখনও অনেক বাড়ী আছে যে, সেখানে বিদ্যুৎ এর অলো পৌছায় নাই ।  বঞ্চিত বাড়ীর গুলোর দাবীর কারণে এনডিএফ উদ্যোগ নেয় ২০১৩ সাল থেকে ঋণের মাধ্যমে বাড়ীতে সৌর বিদ্যুৎ স্থাপন করে । এখন তাদের ছেলে মেয়েরা  সৌর বিদ্যুতের আলোতে লেখা পড়া করতে  পারে। সুযোগ সৃষ্টি হয়েছে রাতে টিভি দেখার এবং মোবাইল ফেনে চার্জ করার।

ক্ষুদ্রঋণ কার্যক্রম

এনডিএফ এর মাইক্রো ফিন্যান্স কর্মসূচী ।
এনডিএফ’র   এটিএসও ( আদিবাসী  ট্রেডিশনাল সেভিংস অর্গানাইজেশন)  রয়েছে ৭৩টি এবং  এসজিও ( সেভিংস গ্রুপ অর্গানাইজেশন)  রয়েছে ৪৬৪টি।
 উক্ত  এটিএসও এবং এসজিও,র মাধ্যমে  দলীয়  সদস্যগণ মূলধন সৃষ্টিতে  সাপ্তাহিক ভাবে সঞ্চয় করে এবং ঋণ কার্য্যক্রম পরিচালনা করে।  এবং  স্থানীয় ভাবে বিভিন্ন  আয়বৃদ্ধি মূলক  কর্মকান্ডে  জড়িত  হয়ে  তারা  পারিবারিক আয়  বৃদ্ধি করে থাকেন।   এনডিএফ এর সহযোগিতায় তাদের দক্ষতা ও সক্ষমতা       বৃদ্ধি পেয়েছে  । ইতো মধ্যে এনডিএফ  মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি,ঢাকা  থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সনদ পত্র পেয়েছে  , এমআরএ ০০০০৮৫২, সনদ নং ঃ- ২১১১২-০০১৭০-০০৮২৩। তারিখঃ ০২ এপ্রিল,২০১৯।