লগ ইন
 

Logo

অনন্যা সংস্থা এর সেবা সমূহ

ফিসকল গভার্নেন্স প্রকল্প (গণতান্ত্রিক বাজেট আন্দোলন)

১। জেলা পর্যায়ে জাতীয় বাজেট বরাদ্দ, প্রান্তিক জনগোষ্ঠির উপর করের প্রভাব ও সরকারী পরিসেবা ইতাদি বিষয়ে আলোচনা সভা ও র‌্যালী করা হয়।

শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক কার্যক্রম:

১। এ্যাডভোকেসি সভা, উঠান বৈঠক, সামাজিক সভা করা হয়।

২। নেটওয়ার্ক সভায় অংশ গ্রহণ করা হয়।

Strengthening Public Partnership for Policy Reforms

১। খসড়া নাগরিক সনদ তৈরী।

২। দুর্নীতি বিরোধী প্রচার অভিযান।

৩। নাগরিক পরিবীক্ষণ।

৪। দিবস ‍উদযাপন।

৫। পরিকল্পনা সভা ।

নারী শিশু পাচার এবং নির্যাতন প্রতিরোধে ২৪ ঘন্টা মোবাইল হিটলিংক ব্যবহার কার্যক্রম:

১। শালিশ

২। আইন প্রয়োগকারী সংস্থার কাছে রেফার।

৩। কমিউনিটি ওয়াচ গ্রুপের মাধ্যমে মনিটরিং।

৪। সচেতনতা সভা করা।

প্রতিবন্ধী উন্নয়ন কর্মসূচী:

১। প্রতিবন্ধীকে থেরারপি, ব্যয়াম পরামর্শ দেওয়া হয়।

২। উঠান বৈঠক সামাজিক সভা করা হয়।

৩। বিভিন্ন স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানে রেফার করা হয়।

৪। বিদ্যালয়ে সামাজিক সভা করা হয়।

৫। বিদ্যালয়ে ভর্তির ব্যপারে পরামর্শ ও সহযোগীতা করা হয়।