
নুরমিশন বাংলাদেশ সম্পর্কে
নুরমিশন বাংলাদেশ (পূর্বের নাম সান্তাল মিশন নরওয়েজিয়ান বোর্ড ) নরওয়ে ভিত্তিক একটি আর্ন্তজাতিক সংস্থা। বাংলাদেশে নুরমিশন রংপুর, রাজশাহী, সিলেট বিভাগ ও ঢাকা জেলাতে কার্যক্রম রয়েছে। মূলত নুরমিশন নৃতাত্ত্বিক জনগোষ্ঠি (আদিবাসী) সাঁওতাল, খাসিয়া, গারো, উড়িয়া ও অন্যান্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির মাঝে কাজ করে যাচ্ছে। এই জনগোষ্ঠির লোকজন সমাজে সর্বক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছে। নুরমিশন এই সব জনগোষ্ঠির উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্টাইপেন্ড, হোস্টেল সুবিধা, আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের সভা-সেমিনারের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
রেজিস্ট্রেশন:
১. এনজিও বিষয়ক ব্যুরো রেজি নং ১০৮, তারিখ: ১৫/১০/১৯৮১
২. জয়েন স্টক কোম্পানীজ রেজি নং এস- ৬২, তারিখ: ১৭/০৬/১৯৯১
৩. মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি রেজি নং ০০৩১৪-০২৫৯৪-০০৪০৭, তারিখ : ১৫/০৬/২০০৯
সংস্থার প্রধান অফিস:
বাড়ী ৯৯, ফ্লাট সি-১, রোড ৪/২৫, ব্লক এ, বনানী, ঢাকা-১২১৩
সংস্থার লক্ষ্য ও উদেশ্য:
- ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির উন্নয়ন লক্ষ্যে কাজ করা;
- শিক্ষার বিকাশ ঘটানো, শিক্ষা বৃত্তি ও হোস্টেল ব্যবস্থা করা;
- আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা ;
- গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ উন্নয়ন সাধন করা;
- প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সমাগ্রী বিতরণ করা।