লগ ইন
 

Logo

Logo

পি বি পি এস সম্পর্কে

সংস্থার পরিচিতিঃ- 

১. সংস্থার প্রধানের নাম ও পদবীঃ

বিলকিস আরা ফয়েজ              Bilkis Ara Faiz.

সাধারণ সম্পাদক।

 

 

২. সংস্থার জেলা প্রধানের নাম, পদবী ও মোবাইল নং-

বলকিস আরা ফয়েজ               Bilkis Ara Faiz.

সাধারণ সম্পাদক।                  General Secretary

(পি,বি,পি,এস) দিনাজপুর।         (PBPS) Dinajpur.

০১৭১০৭১৯৭৪৪           ০১৭১০৭১৯৭৪৪

 

 

৩. সংস্থার তথ্য প্রদানের ফোকাল পার্সন্সের নামঃ-

নামঃ নজরুল ইসলাম

পদবীঃ হিসাব রক্ষক কর্মকর্তা।

মোবাইল নংঃ ০১৯২৫৩৮৭৭০৭

সংস্থার নামঃ

 

৪. প্রতিবন্ধী বিদ্যালয় ও পূণর্বাসন সংস্থা (পি.বি.পি.এস)

Protibondhi biddaly & Pronbashan Shantha Balubari, Dinajpur, Bangladesh.

 

৫. সংস্থার ঠিকানা, ফোন নং, ই-মেইলঃ

বিবরণ

প্রধান কার্যালয়

 জেলা কার্যালয়

ঠিকানা

বালুবাড়ী, উপজেলাঃ সদর, জেলাঃ দিনাজপুর।

বালুবাড়ী, উপজেলাঃ সদর, জেলাঃ দিনাজপুর।

মোবাইল

০১৭১০৭১৯৭৪৪

০১৭১০৭১৯৭৪৪

ই-মেইল

নাই

নাই

 

৬. আইনগত বৈধতাঃ-

নিবন্ধন প্রদানকারী সংস্থা

রেজিস্ট্রেশন নং

তারিখ

সমাজ সেবা অধিদপ্তর

দিনাজ/১৮০৮/০৪

৭/১১/০৪

যুব উন্নয়ন অধিদপ্তর

যুউঅ/দিনাজ-৩৪১/সদর-১২৭/২০১০

 

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর

মশিবিঅ/দিনাজ        ২০১২ইং

 

৭. সংস্থার উদ্দেশ্যঃ- প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়ন, শিক্ষা, প্রশিক্ষণ ও পূণর্বাসন, কর্মসংস্থানে প্রতিবন্ধীদের সাহায্য ও সহযোগীতা করা এ সংস্থার উদ্দেশ্য।


সংস্থার উদ্দেশ্য :- 

1)     প্রতিবন্ধীদের কল্যাণ পরিচর্যা, শিক্ষা ও পূণর্বাসন ব্যবস্থার উন্নতি সাধন করা।

2)    প্রতিবন্ধীদের কল্যাণ, পরিচর্যা, শিক্ষা পূণর্বাসন ব্যবস্থার উন্নতিকল্পে প্রয়োজনবোধে জাতীয়, আঞ্চলিক সংস্থাসমূহের সহযোগিতায় উপযুক্ত প্রকল্প গ্রহণ করা।

3)    প্রতিবন্ধীদের জন্য স্কুল, শিক্ষা শ্রেণী, বৃত্তি কেন্দ্র, সংরক্ষিত কর্মশালা, আবাসিক গৃহ, ক্লিনিক এবং অন্যান্য সুযোগ-সুবিধাদানকারী ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা।

4)     প্রতিবন্ধীদের পূণর্বাসনকল্পে এবং প্রতিবন্ধকতার কারণ ও উহা রোধের উপায়, পিতা-মাতা, শিক্ষাক, সমাজকর্মী ও অন্যান্য আগ্রহীকে নিয়া সময় সময় সেমিনার, আলোচনা সভা ও কর্মশালার ব্যবস্থা করা।

5)    প্রতিবন্ধীদের শিক্ষার জন্য বিশেষ শিক্ষা শ্রেণী ও প্রশিক্ষণ কেন্দ্র গড়িয়া তোলার পদক্ষেপ গ্রহণ করা।

6)    প্রতিবন্ধী নারী ও শিশু পাচার প্রতিরোধ কর্মসূচী।

7)    মাদক আসক্তি ভয়াবহতা সম্পর্কে যুব সমাজকে উদ্বুদ্ধ করণ।

প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়ন, শিক্ষা, প্রশিক্ষণ, উপার্জনমুখী কাজে নিয়োজিত করে পূণর্বাসন করা, প্রতিবন্ধীদের সাহায্য ও সহযোগীতা করা এ সংস্থার উদ্দেশ্য।