
বাংলাদেশ লিগ্যাল এইডএন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট সম্পর্কে
ব্লাস্ট দিনাজপুর ইউনিট পরিচিতিঃ
অক্টোবর, ২০০০ থেকে দিনাজপুর জেলায় ব্লাস্টের কার্যক্রম শুরু হয়। ব্লাস্ট দিনাজপুর ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি রয়েছে । কমিটির সদস্যগন সকলেই দিনাজপুর জেলা আইনজীবীর সমিতির সম্মানিত আইনজীবী । নীচে পরিচালনা কমিটির সদস্যগনের তালিকা দেওয়া হলো-
নং |
নাম, ফোন নম্বর |
পদবী |
০১) |
এডভোকেট মোঃ ইউসুফ আলী, ফোন নং- ০১৭১০-৮৬৯০৫৮ |
সভাপতি, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
০২) |
এডভোকেট মোঃ আজিজুল ইসলাম জুগলু ফোন নং- ০১৭৩২-০৫৬৮৩০ |
সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
০৩) |
এডভোকেট মোঃ নুরুল ইসলাম- ১ ফোন নং- ০১৮১৮-৩৯৪৪৭৫ |
সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
০৪) |
এডভোকেট প্রফুল্ল কুমার রায় ফোন নং- ০১৭১৪-৬০১১১৮ |
সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
০৫) |
এডভোকেট মোঃ রফিকুল আমিন ফোন নং- ০১৭১২-৮৪৯২৩১ |
সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
০৬) |
এডভোকেট মোঃ আমিনুল হক পুতুল ফোন নং- ০১৭৯০-৭৭১১৮৪ |
সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
০৭) |
এডভোকেট লিয়াকত আলী ফোন নং- ০১৭১২-২২৬৭২১ |
সহ সভাপতি, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
০৮) |
এডভোকেট মোঃ একরামুল আমিন ফোন নং- ০১৭১২-৫০৯২১৮ |
সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
০৯) |
এডভোকেট নিলুফার রহিম ফোন নং- ০১৭১৫-০০৫৬৯০ |
সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
১০) |
এডভোকেট মোঃ মাহমুদুর রহমান ফোন নং- ০১৭১৮-৬২৮৬২৫ |
সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
১১) |
এডভোকেট এ বি এম সফিকুর রহমান ফোন নং- ০১৭১৮-০৬৬৫২৩ |
সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট |
পাশাপাশি, এই ইউনিটে একটি ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি রয়েছে । সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ডাক্তার, ব্যবসায়ী, শ্রমিক সংগঠনের নারী-পুরুষ প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠিত।
দিনাজপুর জেলার মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা পরিদর্শন ও তথ্যানুসন্ধানের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি ন্যায় বিচার ফোরাম রয়েছে । ছাত্র/ছাত্রী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, আইনজীবী, জন প্রতিনিধি, শিক্ষক, ডাক্তার এবং এনজিও প্রতিনিধি নারী/পুরুষ নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে ।
ব্লাস্ট দিনাজপুর ইউনিটের পক্ষ থেকে মোকদ্দমা দায়ের ও পরিচালনা করার জন্য দিনাজপুর জেলায় ৭০ জন, ঠাকুরগাঁও জেলায় ৬ জন ও পঞ্চগড় জেলায় ৭ জন বিজ্ঞ আইনজীবী রয়েছেন যারা পারিবারিক, ফৌজদারী এবং দেওয়ানী মোকদ্দমাগুলো পরিচালনা করেন ।
ব্লাস্টের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
আর্থিক বা অন্য কোন অক্ষমতার কারনে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থী জনগনকে আইন সহায়তা প্রদান।
ব্লাস্ট দিনাজপুর ইউনিটে বর্তমানে চারটি প্রজেক্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রজেক্টগুলো হচ্ছে-
- Access to Justice for the marginalized through Commuity Legal Services (CLS)
- Improvment of the Real Situation of Overcrowding in Prisons in Bangladesh (IRSOP)
- Effective Participation for Transparent and Accountable Local Government (EPTALG)
উল্লেখ্য যে, ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত Access to justice for realization of Human Rights & Advocacy for Empowerment to the poor (A to J) প্রজেক্টের কার্যক্রম পরিচালিত হলেও উক্ত প্রকল্পের আওতায় দায়েরকৃত কিছু মামলা এখনো বিচারধীন।