
World Mission Prayer League (LAMB Hospital) এর কর্মকর্তা বৃন্দ
এনোস সরেন
কর্মকর্তা Mob: 01712 055621ল্যাম্বের কর্মকর্তা
এনোস সরেন, ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ (ল্যাম্ব হাসপাতাল) রাজাবাসর, পার্বতীপুর, দিনাজপুরে জন সংযোগ কর্মকর্তা হিসাবে কর্মরত। তিনি ১৯৮৭খ্রিঃ ফিল্ড সুপারভাইজার হিসাবে ল্যাম্বে যোগদান করে পরবর্তিতে ফিল্ড কে-অর্ডিনেটর এবং ট্রেনিং কো-অর্ডিনেটর হিসাবে কাজ করার পর জন সংযোগ এবং তথ্য কর্মকতা হিসাবে দীর্ঘ ৩২ বৎসর ল্যাম্বে কর্মরত ছিলেন। এরপর ২০২৩ সালে অবসরে যান, বর্তমানে স্পেশাল অ্যাসেইনমেন্ট অফিসার (চুুক্তিভিত্তিক) হিসাবে কর্মরত।