লগ ইন
 

Logo

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর প্রকল্প সমূহ

Promotion of Environment Friendly Deiversified Handicrafts Project

প্রকল্পের লক্ষ্যঃ

হস্তশিল্প উদ্যোক্তাদের সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী প্রিমিয়াম বাজারে প্রবেশ করনো ও রপ্তানি বানিজ্যে কার্যকর ক্ষুদ্র-উদ্যোগে রুপান্তর কর

প্রকল্পের উদ্দেশ্যঃ  

১.    হস্তশিল্প উৎপাদনের জন্য টেকসই মাইক্রো-এন্টারপ্রাইজ তৈরি করা।
২.    বৈচিত্র্যময় এবং উদ্ভাবনী মূলক হস্তশিল্প তৈরি ও বিপণন করার সুবিধার জন্য প্রিমিয়াম বাজার তৈরি করা ।

বীজ প্রোগ্রাম

পদক্ষেপ বীজ প্রোগ্রামের লক্ষ্য:

কৃষককে উন্নতমানের বীজ সরবরাহ করা ও দেশের বীজ চাহিদা পুরনের লক্ষ্যে এবং পদক্ষেপ এন্টারপ্রাইজ এর স্থায়ীত্ব ও টেকসই বৃদ্ধি কল্পে বীজ বিপণন ও মর্কেটিং প্রোগ্রাম এর আবির্ভাব৷ গুনগতমান সম্পন্ন বীজ ব্যবহারের মাধ্যমে অধিক উত্পাদন তথা আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন৷

পদক্ষেপ বীজ প্রোগ্রামের উদ্দেশ্য:

কৃষির উপযুক্ত জাতের প্রতি গুরুত্ব প্রদান করে উন্নত জাতের বীজ প্রজণন, উন্নয়ন, উত্পাদন ও রক্ষনাবেক্ষন নিশ্চিত করা, রোগ বালাই ও পোকামাকড় প্রতিরোধ অথবা সহ্য ক্ষমতা সম্পন্ন উন্নত উচ্চ ফলনশীল জাতের উন্নতমানের বীজ পরিবর্ধন করে পর্যাপ্ত পরিমান বীজ কৃষকের নিকট বিতরণ করা৷ সংস্থার উপকারভোগী কৃষকের মধ্যে উন্নতজাতের বীজের গ্রহণযোগ্যতা এবং ব্যবহার বাড়ানো৷ উত্পাদিত বীজের মান ও পরিমান নিয়ন্ত্রন করা৷ বোরো ধান বীজের ঘাটতি পূরণ করা৷ প্রযুক্তি সরবরাহ ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা৷ গুনগত মানসম্পন্ন বীজ সরবরাহ  করে কৃষকদের আর্থিকভাবে সেবা দেওয়া৷ সংস্থার মাসাজিক গুরুত্ব বৃদ্ধি করা৷

সোলার হোম সিষ্টেম প্রোগ্রাম

পদক্ষেপ সোলার হোম সিষ্টেম প্রোগ্রামের লক্ষ্য:

রূপান্তরিত শক্তি বা বিকল্প শক্তির ব্যবহার এর মাধ্যমে গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা৷

পদক্ষেপ সোলার হোম সিষ্টেম প্রোগ্রামের উদ্দেশ্য:

অপেক্ষাকৃত পশ্চাদপদ জনগোষ্ঠীর জ্বালানী চাহিদা পূরণে স্থায়ীত্বশীল ও পরিবেশসম্মত বিকল্প পদ্ধতিতে জ্বালানী  ও বিদ্যুতের ব্যবস্থা করা; বিকল্প শক্তির/ বিদ্যুতের উত্স হিসাবে সম্ভাবনাময় গ্রাহকদের মাঝে সোলার হোম সিস্টেম প্রচলন ও বিতরণ করা; সোলার হোম সিস্টেম প্রচলন ও বিতরণকে ত্বরান্বিত করতে এই প্রক্রিয়ার সাথে ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম অন্তর্ভূক্ত করা; পশ্চাদপদ ও কম সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় সহযোগীতা করা; এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পদক্ষেপের নির্বাচিত উপকারভোগীদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম ও কর্মসংস্থানের  সুযোগ সৃষ্টিতে সহায়তা করা; দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় নির্বাচিত এলাকার জনগনের অধিকতর অবদান রাখার সুযোগ সৃষ্টি করা ৷

মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম

পদক্ষেপ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের লক্ষ্য:

সমাজের সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পরা জনগোষ্ঠিকে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদানের মাধ্যমে আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি তথা আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো এবং সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সুফলভোগী ও সংস্থাকে স্বয়ম্ভর করাই মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের লক্ষ্য৷

পদক্ষেপ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্দেশ্য:

পদক্ষেপ মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম দুটি দিক নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে৷ একটি সঞ্চয় ও অন্যটি ঋণ৷ সঞ্চয় কর্মসুচীর উদ্দেশ্য হল ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠির মাঝে সঞ্চয় মনোভাব জাগিয়ে তোলার ভিতর দিয়ে পুজিঁ গঠন এবং এদের মানসিক শক্তি বৃদ্ধি করা৷ অপরদিকে ক্ষুদ্রঋণ কর্মসূচির উদ্দেশ্য হল নিজস্ব ব্যবস্থাপনায় দরিদ্র জনগোষ্ঠিকে আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে ঋণের সর্বোত্তম ব্যবহারের মধ্য দিয়ে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও বাড়তি আয় সৃষ্টি করা, সর্বোপরি আর্থিক স্বয়ম্ভরতাকে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করা।