লগ ইন
 

Logo

বাংলাদেশ লিগ্যাল এইডএন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এর তথ্য সমূহ

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-পরিচিতি

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) একটি অলাভজনক আইন সহায়তাদানকারী এনজিও প্রতিষ্ঠান । আর্থিক বা অন্য কোন অক্ষমতার কারনে ন্যায় বিচারের সুযোগ থেকে দেশের কোন নাগরিক যেনো বঞ্চিত না হয় তার নিশ্চয়তা বিধান করার অর্থাৎ  ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ১৯৯৪ সাল থেকে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে এবং পর্যায়ক্রমে বিভিন্ন জেলা শহরে দরিদ্র ও অসহায় মানুষদের বিনা মূল্যে আইন সহায়তা দিয়ে আসছে । প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় অবস্থিত । ট্রাস্টি বোর্ড দ্বারা ব্লাস্ট পরিচালিত হয়। ব্যারিস্টার সারা হোসেন প্রতিষ্ঠানটির অনারারী নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্লাস্টের লক্ষ্য ও উদ্দেশ্যঃ  

সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থী জনগনকে বিনামূল্যে আইন সহায়তা প্রদান।  

ব্লাস্ট দিনাজপুর ইউনিট পরিচিতিঃ

অক্টোবর, ২০০০ থেকে দিনাজপুর জেলায় ব্লাস্টের কার্যক্রম শুরু হয়। ব্লাস্ট দিনাজপুর ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি রয়েছে । কমিটির সদস্যগন সকলেই দিনাজপুর জেলা আইনজীবীর সমিতির সম্মানিত আইনজীবী । নীচে পরিচালনা কমিটির সদস্যগনের তালিকা দেওয়া হলো- 

০১) এডভোকেট মোঃ ইউসুফ আলী, সভাপতি, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সদস্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

০২) এডভোকেট মোঃ আজিজুল ইসলাম জুগলু সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সদস্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

০৩) এডভোকেট খতিবুদ্দিন আহমেদ, সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সভাপতি, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

০৪) এডভোকেট প্রফুল্ল কুমার রায়, সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সদস্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

০৫) এডভোকেট মোঃ রফিকুল আমিন, সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সদস্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

০৬) এডভোকেট মোঃ আমিনুল হক পুতুল, সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সদস্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

০৭) এডভোকেট লিয়াকত আলী, সহ সভাপতি, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সদস্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

০৮) এডভোকেট মোঃ একরামুল আমিন, সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সদস্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

০৯) এডভোকেট নিলুফার রহিম, সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সদস্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

১০) এডভোকেট মোঃ এমাম আলী, সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সাধারন সম্পাদক, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

১১) এডভোকেট এ বি এম সফিকুর রহমান, সদস্য, পরিচালনা কমিটি, ব্লাস্ট- দিনাজপুর ইউনিট ও সদস্য, দিনাজপুর জেলা আইনজীবী সমিতি

পাশাপাশি, এই ইউনিটে একটি ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি রয়েছে । সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ডাক্তার, ব্যবসায়ী, শ্রমিক সংগঠনের নারী-পুরুষ প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠিত।

দিনাজপুর জেলার মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনা পরিদর্শন ও তথ্যানুসন্ধানের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি ন্যায় বিচার ফোরাম রয়েছে । ছাত্র/ছাত্রী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, আইনজীবী, জন প্রতিনিধি, শিক্ষক, ডাক্তার এবং এনজিও প্রতিনিধি নারী/পুরুষ নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে ।

ব্লাস্ট দিনাজপুর ইউনিটের পক্ষ থেকে মোকদ্দমা দায়ের ও পরিচালনা করার জন্য দিনাজপুর জেলায় ৭০ জন, ঠাকুরগাঁও জেলায় ৬ জন ও পঞ্চগড় জেলায় ৭ জন বিজ্ঞ আইনজীবী রয়েছেন যারা পারিবারিক, ফৌজদারী এবং দেওয়ানী মোকদ্দমাগুলো পরিচালনা করেন ।

ব্লাস্ট দিনাজপুর ইউনিটে বর্তমানে চারটি প্রজেক্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রজেক্টগুলো হচ্ছে-

  1. Access to Justice for the marginalized through Commuity Legal Services (CLS)
  2. Improvment of the Real Situation of Overcrowding in Prisons in Bangladesh (IRSOP)
  3. Effective Participation for Transparent and Accountable Local Government (EPTALG)

উল্লেখ্য যে, ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত Access to justice for realization of Human Rights & Advocacy for Empowerment to the poor (A to J) প্রজেক্টের কার্যক্রম পরিচালিত হলেও উক্ত প্রকল্পের আওতায় দায়েরকৃত কিছু মামলা এখনো বিচারধীন।

স্টাফ পরিচিতিঃ

CLS প্রজেক্টের আওতায় দিনাজপুর ইউনিটে মোট ০৭ জন স্টাফ ও একজন ইন্টার্নী রয়েছেন। IRSOP প্রজেক্টের আওতায় ১০ জন স্টাফ কর্মরত রয়েছেন। তবে, EPTALG প্রজেক্টের আওতায় বর্তমানে কোনো স্টাফ নেই। CLS প্রজেক্টের স্টাফ ল’ ইয়ার অতিরিক্ত দায়িত্ব হিসেবে উক্ত প্রজেক্টের কার্যক্রম দেখাশুনা করেন।

কর্ম এলাকাঃ

নং

প্রকল্পের নাম

কর্ম এলাকা

১)

C L S প্রজেক্ট

দিনাজপুর জেলার সকল উপজেলার অধিবাসীগন

২)

I R S O P প্রজেক্ট

দিনাজপুর জেলা কারাগার, দিনাজপুর।  

৩)

EPTALG প্রজেক্ট

দিনাজপুর জেলার সদর উপজেলার শেখপুরা, ফাজিলপুর, শশরা ও কমলপুর ইউনিয়ন এবং বীরগঞ্জ উপজেলার শিবরামপুর, পলাশ নগর, ভোগনগর ও সাতোর ইউনিয়ন;

ঠাকুরগাঁও জেলার সদর ও পীরগঞ্জ উপজেলার নারগুন, সালন্দর, জামালপুর, আউলিয়াপুর, রায়পুর, রুহিয়া, ক্ষনগাঁও, ভোমড়াদহ ইউনিয়ন;  

পঞ্চগড় জেলার সদর ও আটোয়ারী উপজেলার গরিনাবাড়ী, মাগুরা, কমল কাজল দিঘী, হাড়িভাসা, বলরামপুর, রাধানগর, আলোয়া খাওয়া ও ধামইর ইউনিয়নের অধিবাসীগন।